সরকারের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান

0
66

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে মার্কিন প্রতিনিধি দল কোনো মন্তব্য করেনি। বরং নতুন সরকারের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় তারা।

আজ রবিবার রাতে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

 সালমান এফ রহমান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে মার্কিন প্রতিনিধি দল বৈঠকে কোনো মন্তব্য করেনি। বরং নতুন সরকারের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় তারা।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়েও প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

 এদিকে দ্বাদশ সংসদ নির্বাচন শেষে প্রথমবারের মতো প্রতিনিধি দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দলটি পররাষ্ট্র ও অর্থমন্ত্রীসহ, বিএনপি, সুশীল সমাজ, শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here