ঢাবি উপাচার্যের বাংলোয় নবজাতকের মরদেহ ফেলা সেই ব্যক্তি গ্রেপ্তার

0
61

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপার্চাযের বাংলোর প্রাচীরের ভেতরে নবজাতকের মরদেহ ছুড়ে ফেলা সেই ব্যক্তিকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান।

নবজাতকের মরদেহ ফেলা যাওয়া ব্যক্তির নাম সুলতান মিয়া। তিনি পেশায় রিকশাচালক। থাকতেন রাজধানীর আফতাবনগরে। 

এদিকে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। 

পুলিশের কাছে জবানবন্দি দিতে গিয়ে সুলতান মিয়া বলেন, ‘মৃত নবজাতক শিশুটি আমার বাচ্চা। বাচ্চাটা হাসপাতালে মারা যায়। তখন নার্স এসে বাচ্চাটাকে বুঝিয়ে দেয়। টাকা পয়সার অভাবে বাচ্চাটাকে কবর দিতে পারিনি। তখন কবরস্থান মনে করে সেখানে রেখে গিয়েছি। এমন সমস্যা হবে জানলে মরদেহটি বাসায় নিয়ে যেতাম।’

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার সুলতানের স্ত্রী মোসাম্মৎ খাদিজা মৃত কন্যা শিশুর জন্ম দেন। এরপর সুলতান হাসপাতাল থেকে লাশ বুঝে নিয়ে গোপনে ঢাবি উপাচার্যের বাংলোর প্রাচীরের ভেতরে নবজাতকের মরদেহ ছুড়ে ফেলে চলে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here