গাজীপুরের শ্রীপুরে টহল পুলিশের সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতের হামলায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গত রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের শিমলাপাড়া গ্রামের হাঁসিখালী ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাকাতরা সড়কে গাছ ফেলে ডাকাতি করছিল। টহল পুলিশের অটোরিকশা ব্রিজেরে কাছে পৌঁছাতেই ডাকাতরা ওই গাড়িতে হালা চালায়। এতে শ্রীপুর থানার কনস্টেবল মো. রুহুল আমীন ও মো. সেলিম আহত হন।
এ ছাড়া দৌড়ে পালানোর সময় গাড়ির চাপায় ডাকাত মো. রুবেল (২৭) আহত হয়। রুবেলের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি কুরিটেকেরচড় গ্রামে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন বলেন, থানার এএসআই মো. আলীম কনস্টেবল রুহুল আমীন ও সেলিমকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে টহল দিচ্ছিলেন। ডাকাতদল ওই সড়কের হাঁসিখালী ব্রিজের পাশে সড়কে গাছ ফেলে ডাকাতি করছিল। পুলিশের অটোরিকশা ব্রিজের কাছে পৌঁছাতেই ৫/৭ জনের ডাকাত দল ওই অটোরিকশাতে হামলা চালায়।
তিনি জানান, ডাকাতের ধারালো অস্ত্রের কোপে কনস্টেবল রুহুল আমীন ও সেলিম আহত হন। অটোরিকশায় পুলিশ দেখে ডাকাত দল দৌড়ে পালায়। এসময় গাড়ির চাপায় ডাকাত রুবেল আহত হন।
শাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমিসহ শ্রীপুর থানার পরিদর্শক (অপারেসন) সোহেল রানা, চকপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনি। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুত্বর আহত কনস্টেবল রুহুল আমীনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ এবং ডাকাত রুবেলকে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ডাকাত রুবেল পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।