ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ, ঘাটে যানবাহনের চাপ

0
40

শরীয়তপুরের ফেরি ঘাটের লক্ষ্মীর চরের মুখে ড্রেজিং করার কারণে শরীয়তপুর-চাঁদপুট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। কাচামালের ট্রাক ও গরু ভর্তি গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন মালিকরা।

বুধবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ৩টা থেকে শরীয়তপুরের লক্ষ্মীর চরের মুখে ড্রেজিং করার কারণে এ রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, বুড়িগঙ্গা সেতুর সংস্কার কাজের জন্য ঘাটে যানবাহনের চাপ বেশি রয়েছে। এতে করে শরীয়তপুর ফেরিঘাটে ১৫০টি এবং চাঁদপুর প্রান্তিকে ২১০টি  যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here