সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় মোতালেব হোসেন (৬০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চর নারুয়া গ্রামের করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোতালেব হোসেন বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বুজরত আলীর ছেলে।
শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, বুধবার (১৭ এপ্রিল) বাড়ি থেকে মাছ শিকারে বের হন মোতালেব। পরের দিন বিকেল পর্যন্ত পরিবারের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরের দিকে চর নারুয়া এলাকায় তার ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ওই জেলের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
তিনি বলেন, ঘটনাটি নৌ-পুলিশ তদন্ত করেছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।