চলন্ত রিকশা থেকে পড়ে অজ্ঞান রিকশাচালক, ‘হিট স্ট্রোকে’ মৃত্যু

0
53

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় এক রিকশাচালক চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম আব্দুল আউয়াল (৪৫)। ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে ঢামেক চত্বরে থাকা নার্সিং কলেজের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মৃত আউয়াল হবিগঞ্জের লাখাই সিংহগ্রামের আজম আলী ছেলে। তিনি নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় থাকেন।

রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকার শাহবাগ থানার এসআই সুমন বসাক। তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘হিট স্ট্রোকে’ তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন। 

প্রত্যক্ষদর্শীদের তথ্য দিয়ে পুলিশ বলেন, লোকটি রিকশা চালিয়ে নার্সিং কলেজের পেছনের রাস্তায় এসে রিকশা থেকে নিচে পড়ে যান। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here