জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা কমিটি গঠন করা হযেছে।
২৫ নভেম্বর সোমবার উপজেলার ইউসুফের বাগ জামিয়া রশিদিয়া মাদ্রাসায় ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
উপজেলার চান্দড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলামকে সভাপতি ও ইউসুফের বাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা শরফুদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন কাশেমী,
আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জমিয়াতে ওলামায়ে ইসলামের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি কামরুজ্জামান, সাধারন সম্পাদক মাওলানা ইসমাঈল হোসেন, মাওলানা ফরিদ উদ্দিন, আশরাফুল উলুম মাদ্রাসা ফরিদপুরের মুহতামিম মাও: ফরিদউদ্দীন, আলফাডাঙ্গা ক্বওমী উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাও: তামিম আহমেদ, মাওলানা আমিনুল্লাহ সাহেব, মুফতি সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামগন।