দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক ওয়ার্নার

0
331

নিয়মিত অধিনায়ক রিশভ পান্থ সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা হচ্ছে না তার। তাই নতুন অধিনায়ক খুঁজছিল ফ্র্যাঞ্চাইজি দলটি। সহঅধিনায়ক অক্ষর প্যাটেলের নামও শোনা যাচ্ছিল। তবে অধিনায়ক হিসেবে অসি তারকা ডেভিড ওয়ার্নারকে বেছে নিল দিল্লি। আইপিএলে নেতৃত্ব দেওয়ার দারুণ অভিজ্ঞতাও আছে তার। ওয়ার্নারের নেতৃত্বেই ২০১৬ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল।

সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। বৃহস্পতিবার সকালে টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস।এর আগে দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ জানিয়েছিলেন, দ্রুত পান্থের বদলি অধিনায়ক বেছে নেওয়া হবে। সৌরভ এক ওয়েবসাইটে বলেছিলেন, “এখনও রিশভ পান্থের সঙ্গে আমার কথা হয়নি। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। কমবয়সি ছেলে। মাত্র ২৩ বছর বয়স। ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য ওর কাছে এখনও অনেক সময় রয়েছে। আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। শিবিরটা হয়ে যাক। তার পর সিদ্ধান্ত নেব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here