বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম “আওয়ামী লীগ” করা হয়।
আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ।
বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছেন।
আজ ২৩/০৬/২০২২ রোজ বৃহস্পতিবার
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্গত সকল থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জনাব তারিক সাঈদ নেতাকর্মীদের মাঝে দিনটির ইতিহাস-ঐতিহ্যের নানা দিক তুলে ধরেন ।