বসুন্ধরা নিউজ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বাজড়া

0
268

বসুন্ধরা নিউজ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাজড়া ফুটবল একাদশ।৭-১ গোলের ব্যবধানে তারা বাকাইল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । ফাইনাল ম্যাচের প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর হোসেন ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। তিনি বলেন খেলাধুলা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা তরুণ-তরুণীদের মন স্বাস্থ্যকে সুস্থ রাখে। এজন্য সুস্থ সুন্দর সমাজ গঠন করতে খেলাধুলার বিকল্প নেই।বসুন্ধরা নিউজ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটির সবাইকে তিনি বিশেষ ধন্যবাদ প্রদান করেন। এছাড়াও তিনি উল্লেখ করেন এ ধরনের টুর্ণামেন্টে যারা আয়োজন করবে, তাদের জন্য সর্বদা শুভকামনা ও দোয়া থাকবে। রাষ্ট্রীয় প্রয়োজনে তিনি টুর্নামেন্টের ফাইনালে সরাসরি উপস্থিত না থাকতে পারার জন্য দুঃখ প্রকাশ করেন।
বিশেষ অতিথি
জনাবা সেলিনা আক্তার (সাবেক পরিচালক,পরিবার পরিকল্পনা অধিদপ্তর)

বলেন বসুন্ধরা নিউজ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে, আমি এই দুই দলের সকল খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জয়-পরাজয় থাকবেই, তবে আশা করছি এই দুটো দল সুন্দর ফুটবল উপহার দিবে। আমাদের অঞ্চলের ছেলেরা যদি ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দিতে পারে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। সেটা আমাদের জন্য অনেক গর্বের হবে। আমি দোয়া করি তারা যেন খেলার মাঠের মতো নিজ নিজ জায়গায় সফল হয়।
খেলার শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দেন বাজড়া ফুটবল একাদশ।খেলার প্রথম মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেন বাজড়া ফুটবল একাদশের হৃদয় ।

বাজড়া ফুটবল একাদশ গুনে গুনে মোট সাত টি গোল প্রতিপক্ষের জালে পাঠায়। বাকাইল ফুটবল টিমের অধিনায়ক রিপন মাত্র একটি গোল পরিশোধ করেন ।
বাজড়া ফুটবল একাদশের হৃদয় হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন এবং ফাইনালের সেরা খেলোয়ার নির্বাচিত হন । টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন বাঁকাইল ফুটবল একাদশের অধিনায়ক রিপন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here