মাইলসের ভোকাল গিটারিস্ট শাফিন আহমেদ ‘ভয়েস অফ মাইলস’ এই লাইন আপে গতকাল বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্সের উদ্যোগে আয়োজিত ‘ঈদ উৎসব’ কনসার্টে শ্রোতা, দর্শক এবং ভক্তদের গান শুনিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে আয়োজক সংগঠনের সভাপতি শাহ আলম মায়ার উপস্থাপনায় একে একে গান পরিবেশন করেন প্যারিসের স্থানীয় ব্যান্ড দল ম্যাক্সেল, ওয়াহিদ ও সঙ্গীতশিল্পী নাজু আখন্দ।ব্যান্ড তারকা শাফিন আহমেদ মঞ্চে আসার সাথে সাথে প্যারিসের থিয়েটার ‘থেয়াত দো জিমনেস মারি-বেল’ হল মুহুর্মুহু করতালিতে উচ্ছ্বসিত শ্রোতাদের হর্ষধ্বনি উৎসবের আমেজ তৈরি হয়।
শাফিন আহমেদের একের পর এক জনপ্রিয় ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘পলাশীর প্রান্তর’, ‘নীলা’‘পলাশীর প্রান্তর’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’সহ বেশ কয়েকটি গানের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠেছিল পুরো হল।
এ সময় প্রিয় শিল্পীর সাথে গানে মেতে ওঠেন নানা বয়সের ভক্তরা। একের পর এক পুরোনো জনপ্রিয় গান ভক্তদের স্মৃতিকাতর করে, আপ্লুত হন তারা।
ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন এই জনপ্রিয় ব্যান্ডের গান শুনতে। এসময় আগত দর্শকরা এত সুবিশাল এ আয়োজনের জন্য বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্সকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ কালচারাল ফোরাম সভাপতি শাহ আলম মায়া বলেন, দর্শক-শ্রোতা প্রাণভরে উপভোগ করেছেন অনুষ্ঠানটি। আমাদের ফোরামের প্রথম আয়োজনেই প্রবাসীদের মধ্যে যে উৎফুল্লতা আমরা দেখেছি তাতে আমরা সত্যি অভিভূত।