ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মধুমতি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।
শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের স্বপ্ননগর আশ্রায়ণ প্রকল্পশনিবার, ৪ নং টগরবন্ধ ইউনিয়নের চাপুলিয়া,রায়ের পানাইল ও পাঁচুড়িয়া ইউনিয়নের বাঁশতলা বাজার এলাকা সংলগ্ন মধুমতি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় ভাঙ্গন কবলিত মানুষের কথা শুনেন প্রতিনিধি দলের সদস্যরা। ক্ষতিগ্রস্তরা প্রতিনিধি দলকে প্রতিবছর মধুমতি নদী ভাঙনে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।
প্রতিনিধি দলে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব এ কে এম ফজলুল হকের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, অতিরিক্ত সচিব ছায়েদুজ্জামান, যুগ্ম সচিব অঞ্জন কুমার দেব রায়, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা।
পরিদর্শনকালে পরিকল্পনা কমিশনের সচিব এ কে এম ফজলুল হক বলেন, মধুমতির ভাঙনের বাস্তব অবস্থা খুবই ভয়াবহ৷ বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মনজুর হোসেন একটি প্রকল্প জমা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এলাকার মানুষের বাড়িঘর, ফসলি জমি, স্কুল-কলেজ এমনকি সরকারের আশ্রয়ণ প্রকল্প ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা সেটি দেখতেই আজ সরেজমিনে এসেছি। এ সময় ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক,আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো.আলী আকসাদ ঝন্টু,পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান ও বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন-অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএএ/