ক্রিকেটীয় ব্যস্ততার কারণে পড়াশোনার সময় আর কোথায়? তবে যেটুকু সময় পাওয়া যায় তা কাজে লাগিয়েছেন সাকিব আল হাসান। অবশেষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। ব্যাচলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) থেকে স্নাতক সম্পন্ন করা সাকিব রোববার বুঝে পেয়েছেন তার সনদপত্র। ১৪ বছর আগে এই কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি। খেলার ব্যস্ততার কারণে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লেগেছে তাশনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেন তিনি, নেন একটি উইকেট।
এই ম্যাচ খেলে রোববার ঢাকায় উড়ে এসে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে (এআইইউবি)র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের অন্যতম সেরা ক্রীড়া তারকা জানান নিজের প্রতিক্রিয়া, ‘অনেক বছর হলো আমি ক্রিকেট খেলি। সেই শুরু থেকে আমার মা ফোন করে আমাকে পড়াশোনার কথা জিজ্ঞেস করে। আজ আমি খুবই খুশি ও গর্বিত যে অবশেষে আমি আমার স্বপ্ন পূরণ করেছি। ক্রিকেট মাঠে হয়ত অনেক কিছু অর্জন করছি। কিন্তু এটা আমার স্বপ্ন ছিল।’
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এস.এস.সি ও এইস.এস.সি সম্পন্ন করেন সাকিব।