রাজধানীর মতিঝিলের কমলাপুর ইস্টার্ন বিল্ডিংয়ের ১২ তলা থেকে পড়ে শাফায়েত আহমেদ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।নিহত শাফায়েত শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাফায়াতের চাচা মাসুম উদ্দিন আহমেদ বলেন, আমার ভাতিজা রেলওয়ে স্কুলের এইচএসসি পরীক্ষার্থী ছিল। আজকে সে ১২ তলার লিফটে ওঠার জন্য জোরে দৌড় দেয়। পরে লিফট বন্ধ হয়ে গেলে সে নিজেকে সামলাতে না পেরে সিঁড়ির ফাক দিয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, আমরা বর্তমানে কমলাপুর ৬৬/৬৭ ইস্টার্ন বিল্ডিংয়ে ভাড়া থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মতিঝিল থানাকে জানিয়েছি।
এসএএ/