রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসান(৩২) মারা গেছেন।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ জনে।
রবিবার(২৬ মার্চ) সকাল সাড়ে নয়টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন। তিনি বসুন্ধরা নিউজ কে বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসান চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন।তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরো বলেন, তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সোনাপুর এলাকায়। সে ওই এলাকার আবু আহম্মদ সিদ্দিকীর সন্তান ছিলেন।
নিহত হাসানের ভাই রাহাতুল ইসলাম বলেন, আমার ভাই হকারি করে স্কুল ব্যাগ বিক্রি করতেন। ঘটনার দিন বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে পুলিশ উদ্ধার করে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছিল। আজ আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।সে ২ছেলে ও ১ মেয়ের জনক ছিল সে।বর্তমানে সে সিদ্দিক বাজার এলাকায় ভাড়া থাকতো।
এসএএ/