পাইকগাছায় হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

0
99

এম জালাল উদ্দীন পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের পৃষ্ঠপোষকতায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে তার নিজস্ব এলাকায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে৷

শুক্রবার সকাল ১০ টায় কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ৷বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার মমতাজ বেগম, আলহাজ্ব মোহাম্মদ এরফান আলী মোড়ল, কপিলমুনি কলেজ অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের সদস্য অমর কান্তি ঘোষ, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান মিন্টু, শংকর বিশ্বাস, বিষ্ণু কর্মকার, শেখ রবিউল ইসলাম, রবিন অধিকারী, জয়দেব চক্রবর্তী, রফিকুল ইসলাম, কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহাজুল ইসলাম, কনস্টেবল শেখর দে ও পাইকগাছা থানা প্রশাসন। পাশাপাশি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠ প্রাঙ্গণে ১১টায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here