কাগজপত্র জালিয়াতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।
পরবর্তী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ লাখ টাকা। আজ শুক্রবার নিজেদের অয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।
সোহাগের নিষেধাজ্ঞার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে পারছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অবশ্য তিনি নিজেও বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারেননি।
নিষেধাজ্ঞার খবর আসার পর সংবাদমাধ্যমকে বাফুফে সভাপতি বলেন, ‘ফিফা সাসপেন্ড করলে তো আমরা সাসপেনশনেই রাখব। আমি বিস্তারিত কিছু জানি না। আগে বুঝে নিই বিষয়টা কী, তারপর বলব।’
সালাউদ্দিন বলেন, ‘এটা ব্যক্তিগত বিষয়, তাই ফেডারেশন নয়, তিনি আপিল করতে পারেন। দেখি কী হয়।’