শোকাবহ আগস্টের প্রথম প্রহরে, ১ আগষ্ট রাত ১২.০১ মিনিটে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের স্মরণে ধানমন্ডি ৩২ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর অভিমূখে আলোর মিছিল, মোমবাতি প্রজ্বলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ।
এ সময় উপস্থিত ছিলেন
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি জনাব কামরুল হাসান রিপন ও সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, জনাব তারিক সাঈদ ।
ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী ।
উল্লেখ্য : ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।সেই কাল রাত্রে মোট শহীদ হয়েছিল ২৬ জন। তাদের মধ্যে বেশিরভাগই বঙ্গবন্ধুর পরিবারের সদস্য। তার দুই কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধান মন্ত্রী) ও শেখ রেহেনা বিদেশ এ থাকার কারনে বেঁচে যান।