অভিষেক রাঙাতে পারলেন না রনি

0
71

তার আন্তর্জাতিক ক্যারিয়ার ভালোভাবে শুরুই হয়েছে ৩২ বছর বয়সে। সেটা টি-টোয়েন্টি দিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিশ্রুতিশীল ব্যাটিং করে ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। আজ রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছে রনি তালুকদারের। কিন্তু ৩২ বছর ২১৬ দিন বয়সে ওয়ানডে অভিষেক রাঙাতে পারেননি এই ওপেনার।

আঙুলের চোটে সাকিব আল হাসান খেলতে না পারায় একাদশে ঠাঁই পান রনি। যিনি গত ৩৭ বছরের মধ্যে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে অভিষিক্ত ক্রিকেটার। সাকিবই তাকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দেন। কিন্তু বাংলাদেশের ১৪১তম ওয়ানডে ক্রিকেটার রনি তালুকদার আজ ১৪ বলে মাত্র ৪ রান করে আউট হয়েছেন। ম্যাচের চতুর্থ ওভারেই মার্ক অ্যাডায়ারের বলে ধরা পড়েছেন উইকেটকিপার লরকান টাকারের গ্লাভসে। আট বছর আগে ২০১৫ সালে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন রনি তালুকদার। সেবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৫১ গড়ে করেছিলেন ৭১৪ রান। পুরস্কারস্বরূপ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে এলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের সিরিজে একটিমাত্র টি-টোয়েন্টি খেলে বাদ পড়েন। গত বিপিএলে নজরকাড়া ব্যাটিং করে সাত বছর পর ডাক পান টি-টোয়েন্টি দলে। বিশ্বকাপের আগে ওয়ানডে দলে নিজের জায়গা পাকা করার দারুণ সুযোগ ছিল রনির সামনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here