মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে হৃদি হক নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘১৯৭১ সেই সব দিন’। সোমবার বাবা ড. ইনামুল হকের জন্মদিনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন ও ট্রেলরের প্রদর্শনী করলেন নির্মাতা হৃদি হক।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের উপস্থাপনায় এতে অতিথি ছিলেন আবুল হায়াত, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস, অর্ষা, সানজিদা প্রীতি প্রমুখ।
ট্রেলর উন্মোচন শেষে কথামালা ও স্মৃতিচারণে ড. ইনামুল হককে স্মরণ করে বক্তারা বলেন, নাটকের মাধ্যমে উন্নত ও মানবিক সমাজ গঠনের কথা বলেছেন ড. ইনামুল হক। শিক্ষকতার পাশাপাশি নাটকে নিবেদিত প্রাণ এই মানুষটি সব সময় মানুষে মানুষে সম্প্রীতির কথা বলেছেন। নাটকের সমৃদ্ধি ও বিকাশে ড. ইনামুল হকের ছিল প্রশংসনীয় ভূমিকা।
এছাড়া মিলনায়তনের বাইরে ছিল ‘১৯৭১ সেই সব দিন’ ছবির পোস্টার।