মা-ছেলের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

0
99

সোনাগাজীতে এক নারী ও তার শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নারীর মায়ের দাবি, তার জামাতাই শিশুপুত্রকে শ্বাসরোধ করে এবং তার মেয়েকে পেটে ছুরি মেরে হত্যা করে নিজঘরে ফাঁসিতে ঝুলিয়ে পালিয়ে গেছেন। ওই দম্পতির এক বছর বয়সী আরেক শিশুপুত্রকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার উত্তর চরডুব্বা গ্রামের শুক্কুর বলির বাড়ি থেকে হাজেরা খাতুন (২৬) ও এমরান হোসেন ইয়ামিনের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

হাজেরার শ্বাশুরি কমলা বেগমের দাবি, জমি কেনাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে নিজের শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যা করে নিজে পেটে ছুরি মেরে ও গলায় ফাঁস লাগিয়ে তার পুত্রবধূ আত্মহত্যা করেছেন। তবে হাজেরার মা জাহানারা বেগমের দাবি, তার জামাতা মোহাম্মদ সোহেল তাদের হত্যা করে তার মেয়ের লাশ নিজ ঘরে ফাঁসিতে ঝুলিয়ে পালিয়ে গেছেন। 

এ দম্পতির আরেক শিশুপুত্র ইরাফান হোসেন আরাফাতকে মুমূর্ষু অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে তাকেও হত্যার চেষ্টা করা হয়েছিল।

পুলিশ ও নিহতদের পারিবার জানায়, সোহেল ব্যাটারিচালিত অটোরিকশা চালক। কিছু দিন আগে তিনি এক প্রতিবেশীর কাছ থেকে দশ শতক জমি দশ লাখ টাকায় কেনার জন্য বায়নাপত্র করেন। তার স্ত্রী হাজেরা জমি কেনায় রাজি ছিলেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। সোহেল শাশুড়ির কাছ থেকে জমি কেনার জন্য বিশ হাজার টাকা ধারও এনেছেন। জমি কেনার জন্য শ্বশুর বাড়ি থেকে আরও টাকা আনতে হাজেরার ওপর সোহেল মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলনে। 

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন বলেন, সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে। দুটি লাশের ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here