সিরিয়ার ওপর আবারও ইসরায়েলি আগ্রাসন

0
88

সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে আবারও আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার একজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলি সেনারা দামেস্ক লক্ষ্য করে এই আগ্রাসন চালায়।একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সানার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় সিরিয়ার একজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। 

জানা গেছে, ইসরায়েল হামলার জন্য যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার বেশ কয়েকটি ভূপাতিত করা সম্ভব হয়েছে।

১৯৬৭ সালের যুদ্ধের সময় ইসরায়েলি সেনারা সিরিয়ার গোলান মালভূমির একটি বড় অংশ দখল করে নেয় এবং এখনও সেটি তারা নিজেদের দখলে রেখেছে। তবে আমেরিকা ছাড়া বিশ্বের আর কোনও দেশ গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি। এই গোলান মালভূমিকেই ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালানোর লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে আসছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here