ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন, আর যদি ১০টি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পান তাহলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নয় উন্নয়নশীল দেশকেও ছাড়িয়ে যাবে। নৌকা প্রতীকের প্রতি বিশ্বাস রেখে আগামী নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে যার যার ভোট দিবেন। আমরা যদি ভালো কাজ করে থাকি তার উত্তর জনগণ ব্যলটের মাধ্যমে দিবে।
বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। চেক বিতরণ অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমুখ। পরে ধর্ম প্রতিমন্ত্রী সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ইসলামপুর পৌর এলাকার ৯০০ পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১ কোটি ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন।
এছাড়াও বৃহস্পতিবার ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নে আরও ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ করা হবে।