ভুল চিকিৎসায় মারা যায় নবজাতক। এরপর ১০ দিন আইসিইউতে চিকিৎসা দেয়া হলেও বাঁঁচানো যায়নি মা মাহমুদা রহমান আঁখিকে। এই সময়ে তাকে প্রায় ৩৩ ব্যাগ রক্ত দেয়া হয় বলে জানিয়েছেন স্বজনরা। রোববার (১৮ জুন) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আঁখি। ডেলিভারির সময় ভুল চিকিৎসায় আঁখির মূত্রনালী কেটে ফেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক। এরপর একে একে আঁখির শরীর অকেজো হতে থাকে, বিকল হয়ে যায় কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গ। পরে তাকে বাঁচাতে ৩৩ ব্যাগ রক্ত দেয়া হলেও শেষ রক্ষা হয়নি। আঁখির মৃত্যুর জন্য দায়ী ডা. সংযুক্তা সাহাসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও সহপাঠীদের। আঁখি রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রী ছিলেন। আঁখিকে কুমিল্লায় দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।