সুইডেনে মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পবিত্র কোরান পোড়ানোর প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদে দেশটির দূতাবাসে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় সুইডেনের দূতাবাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
তবে এই সহিংস ঘটনায় কেউ আহত হয়নি এবং তাদের দূতাবাস কর্মীরা সব নিরাপদে আছে বলে জানিয়েছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অফিস ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছে, তাদের দূতাবাস কর্মকর্তাদের রক্ষা করা ও সুরক্ষা দেওয়া ইরাকি কর্তৃপক্ষের দায়িত্ব।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়েছে যথাযথ ব্যবস্থা ও তদন্তের নির্দেশ দিয়েছে। সাথে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার ঘোষণাও দেওয়া হয়েছে।