এবার ব্যাটিংয়েও মন রশিদ খানের

0
367

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত রাতে কী অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল গুজরাট টাইটানস। নিশ্চিত হারের ম্যাচে শেষ পর্যন্ত গুজরাটই জয়ী দল। বেশির ভাগের মতে, গুজরাটকে জিতিয়েছে ডেভিড মিলারের দুর্দান্ত ইনিংস। তবে মিলারের সঙ্গে রশিদ খানের ১২ বলে ৪০ রানের ইনিংসও আসছে আলোচনায়। কেউ কেউ তো মনে করেন, রশিদের ইনিংসটা না হলে মিলারের একার পক্ষে ম্যাচটা জেতানো সম্ভব হতো না। বিশেষ করে ক্রিস জর্ডানের করা ইনিংসের ১৮তম ওভারে তিন ছক্কা আর এক বাউন্ডারিতে ম্যাচটা গুজরাটের দিকে ঘুরিয়ে দেন রশিদ।

আফগান তারকা লেগ স্পিনে এত দিন বিপাকে ফেলেছেন ব্যাটসম্যানদের, কিন্তু সাম্প্রতিককালে লোয়ার অর্ডারে ব্যাট হাতেও আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আইপিএল কিংবা বিগব্যাশে ব্যাট হাতে ছোট ছোট ইনিংসে ঝড় তুলছেন। রশিদ নিজেও লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতে দলের জন্য আরও বেশি অবদান রাখতে চান, ‘আমি এখন যে ধরনের ব্যাটসম্যান, তার চেয়ে ভালো করার সুযোগ আছে। আমি ব্যাটিংয়ে আরও বেশি দায়িত্ব নিতে চাই। আমি মনে করি আমার সেই সামর্থ্য আছে।’

দলের জন্য ২০–২৫ রান করেই এখন সন্তুষ্ট থাকতে পারছেন না রশিদ। ভালো ব্যাটসম্যান হিসেবে তৈরি হতে যে আত্মবিশ্বাস প্রয়োজন, সেটি নিজের মধ্যে দেখতে পাচ্ছেন আফগানিস্তান তারকা, ‘গত দুই বছর ধরে ব্যাটিংয়ে আমার কাছে দলের অনেক প্রত্যাশা। আমার কাছে গুরুত্বপূর্ণ সময়ে ২০–২৫ রান পায়। এই আত্মবিশ্বাসটাই জরুরি।’

রশিদের পরিসংখ্যানই তাঁর ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের প্রমাণ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে রেকর্ডটা তেমন ডাকাবুকো না হলেও টি–টোয়েন্টিতে ১৭ ম্যাচে ১৪৬২ রান। গড়টা উল্লেখ করার মতো না হলেও তাঁর স্ট্রাইক রেট দুর্দান্ত—১৪৫.৭৬। ১০৮ বাউন্ডারি আর ৯৪ ছক্কাই বলে দিচ্ছে আফগান তারকা ব্যাটে ঝড় তুলতে জানেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here