খাগড়াছড়িতে এশা ত্রিপুরা’ হত্যার সুষ্ঠু তদন্তে মানববন্ধন ও জেলা প্রশাসককে চিঠি

0
75

আবু রাসেল সুমন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তপ্ত মাস্টার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এশা ত্রিপুরা (নবীনা) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসককে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য চিঠি দেয়াসহ মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা।

বুধবার (২৬ জুলাই) খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়,এতে অংশ গ্রহন করেন KMKS, WRN, YWCA, WOMEN ACTIVIST FORUM সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় বক্তব্য রাখেন, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম
খাগড়াছড়ি সদর শাখা’র সাবেক সভাপতি জ্যোতি ত্রিপুরা,খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা,নারী নেত্রী সুইচিং থুই মারমাসহ আরও অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন,স্কুল শিক্ষিকা এশা ত্রিপুরা’র হত্যাকারী যেই হোক না কেনো নিরপেক্ষ ও সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে সাজা প্রদান করতে হবে বলে জানান।

উল্লেখ্য,জেলা সদরের মহাজনপাড়ার ভাড়া বাসায় গত শুক্রবার দিবাগত রাতে রহস্যজনকভাবে মৃত্যুবরন করেন শিক্ষিকা এশা ত্রিপুরা। এই ঘটনায় নিহতের স্বামী উদ্দীপন ত্রিপুরা’কে আটক করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here