পদত্যাগ করলেন ইসরায়েলের তথ্যমন্ত্রী

0
67

এবার গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস- ইসরায়েল যুদ্ধের মধ্যেই  ইসরায়েলের তথ্যমন্ত্রী গালিত ডিসতেল অ্যাতবারিয়ান বৃহস্পতিবার পদত্যাগ করেছন। দৃশ্যত তার মন্ত্রণালয়ের হাতে কোনো ক্ষমতা না থাকার ক্ষোভে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।

তবে তিনি পার্লামেন্ট সদস্য হিসেবে কাজ করে যাবেন। উল্লেখ্য, লিকুদ পার্টির সদস্য গালিতকে চলতি বছরের প্রথম দিকে ওই পদে নিয়োগ করা হয়েছিল। তিনি লিকুদ পার্টির সদস্য।

তার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বিশ্বের সাথে ইসরায়েলের অবস্থান ব্যাখ্যা করার। কিন্তু তাকে তেমন কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি সপ্তাহখানেক আগে হামাসের সাথে যুদ্ধ শুরু হলে তার কাছ থেকে আরও কিছু দায়িত্ব কেড়ে নেওয়া হয়।

তিনি বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তার মন্ত্রণালয় এখন ‘সরকারি অর্থের অপচয়ের’ কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি তার মন্ত্রণালয়ের অর্থ দক্ষিণ  ইসরায়েলের নাগরিকদের দিয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই অফিস দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কিছু করতে পারছে না।’ সূত্র : বিবিসি, টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here