নিরাপত্তারক্ষী দিয়ে গণমাধ্যম কর্মীদের তারিয়ে দেন লিটন দাস

0
57

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে লাল-সবুজেরা।

সেখানে কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্র শেখরনের সঙ্গে দুপুরের খাবার খেতে বেরিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে বেশ হেসেখেলেই কৌশল বিনিময় করেন পেসার তাসকিন আহমেদ। এই পেসারের একটু পরই সেখানে আসেন ওপেনার লিটন দাস। তবে তিনি (লিটন) দেখা দেন পুরোপুরি অন্য এক চেহারায়।

গণমাধ্যম কর্মীদের দেখেই চটে যান লিটন। সঙ্গে সঙ্গেই ছুটে যান কনরাড পুনে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে। সেখানে গিয়ে লিটনকে বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’

এরপর আরও কিছু বলতে থাকেন লিটন। যা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে লিটন ও নিরাপত্তাকর্মীদের কথোপকথনের প্রতিক্রিয়া কিছুক্ষণ পরই টের পেয়েছেন সেখানে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকরা।

কয়েকজন নিরাপত্তাকর্মী এসে জানান, ‘আপনাদের এখন বেরিয়ে যেতে হবে।

তাদের একজন পরে বিষয়টির ব্যাখ্যাও দিয়েছেন। তার দাবি দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here