নারায়ণগঞ্জের গর্ভবতী নারী শারমিন। হঠাৎ প্রসব বেদনা উঠে। দ্রুত তাই তাকে হাসপাতালে নিতে হবে। পরে তাকে নারায়ণগঞ্জের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মৌমিতা বাসে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় বাসের মধ্যেই ওই নারী একটি কন্যা নবজাতকের জন্মদেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত দশটার দিকে এই ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, আমরা সংবাদ পাই হাসপাতালের নতুন ভবনের গেটের সামনে মৌমিতা বাসের মধ্যে এক নারী সন্তান প্রসব করেছে।সাথে সাথে টলি ম্যান হাসানকে নিয়েদৌড়ে যাই। পরে মৌমিতা নামে যাত্রীবাহী বাস থেকে নবজাতক এবং তার মাকে টলিতে করে ২১২ নং ওয়ার্ডের লেবার রুমে নিয়ে আসি। এ সময় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের পিসি মোঃ উজ্জ্বল বেপারী এবং এপিসি মতিউর রহমান সহ আরো বেশ কয়েকজন আনসার সদস্য সহযোগিতা করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন।
নবজাতকের বাবা বশির মিয়া জানান, আমরা নারায়ণগঞ্জের ঝাল কুড়ি এলাকায় থাকি। আজ সন্ধ্যার দিকে আমার স্ত্রীর প্রসব ব্যথা অনুভব করলে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকের পরামর্শে মৌমিতা পরিবহনের বাসে করে ঢাকা মেডিকেলে আসার উদ্দেশ্যে রওনা হই। ঢাকা মেডিকেলের নতুন ভবনের দুই নং গেটে পৌঁছার সময় বাসের ভিতরেই আমার স্ত্রী জন্মদেন একটি কন্যা নবজাতকের। পরে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং আনসার সদস্যের সহযোগিতায় আমার স্ত্রীকে ২১২ নং লেবার ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশু ও মা সুস্থ আছে বলে চিকিৎসক জানিয়েন।
তিনি আরো জানান, আমাদের বাড়ি ভোলা জেলায়। বর্তমানে আমি নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় ভাড়া থাকি। সেখানে একটি নিমকি বিক্রির দোকানে কর্মচারী হিসেবে কাজ করি।
এসএএ/