হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়: ব্রাজিলের প্রেসিডেন্ট

0
61

হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। রোববার (২৯ অক্টোবর) রাজধানী ব্রাসিলিয়ায় ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। খবর এপি’র।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিষয়ে অবস্থান পরিষ্কার ব্রাজিলের বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে এখন পর্যন্ত কালো তালিকাভুক্ত করেনি হামাসকে। তাই ব্রাজিলও সংগঠনটিকে সন্ত্রাসী বলে মনে করে না।

বক্তব্যে অবিলম্বে গাজায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বানও জানান তিনি। বলেন, গাজায় শুধু হামাস যোদ্ধারাই নয় অনেক নারী ও শিশুরাও রয়েছেন। এই যুদ্ধে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। এরআগে, গাজায় ইসরায়েলি অভিযানকে গণহত্যা আখ্যা দেন লুলা ডি সিলভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here