ছয় ম্যাচে মাত্র একটি জয়। ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেই একমাত্র জয়টা এসেছে নিজেদের প্রথম ম্যাচেই, আফগানিস্তানের বিপক্ষে। সেমিফাইনালের আশা শেষ বললেই চলে। তবে সেই আশা শেষ হয়ে যাওয়ার চেয়েও বড় ধাক্কা হয়ে এসেছে গতকাল কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের হারটা। এত বাজে খেলতে পারে বাংলাদেশ, সেটা যেন বিশ্বাসই করতে পারছেন না সমর্থকেরা।
স্বাভাবিকভাবেই সমালোচনার তিরবিদ্ধ হচ্ছে বাংলাদেশ দল। সেটা হওয়ারই কথা। তবে এমন সময়ে ক্রিকেটারদের পাশেই থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ কলকাতায় টিম হোটেলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে সভায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভা শেষে হোটেলের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয়েছে ওরা এখন অনেক সিরিয়াস। আমি ওদের বলেছি খারাপ সময়ে মানুষ খারাপ বলবে, এটাই স্বাভাবিক। ভালো করলে তো মানুষ মাথায় নিয়ে নাচে। তবে আমরা খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছি। কেউ না থাকলেও আমরা আছি।