ঠাসা’ যাত্রী নিয়ে ছুটছে মেট্রোরেল

0
57

উত্তরা থেকে মতিঝিল রুটে মাত্র চার ঘণ্টার জন্য চালানো হচ্ছে মেট্রোরেল। তবুও নেই যাত্রীর কমতি। দরজা ঠাসা যাত্রী নিয়েই বাণিজ্যিক এলাকা মতিঝিলের পথে ছুটছে মেট্রোরেল।

মঙ্গলবার (৭ নভেম্বর) মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মতিঝিলগামী মেট্রোর প্রতিটি কোচে নির্ধারিত সংখ্যার চেয়ে যাত্রী চড়েছেন অতিরিক্ত। যাত্রী চড়তে চড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে মেট্রোর দরজা ঠিকমতো লাগছিল না, সেজন্য যাত্রীরা বহু কষ্ট করে হলেও নিজেদের ভেতরের দিকে চাপ দিয়ে রেখেছেন। এমন দৃশ্য মেট্রোরেলে প্রথমবারের মতোই দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে।

আফজাল হোসেন নামের একজন ‘ঠাসা’ যাত্রী নিয়ে তোলা ছবি ফেসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্টে’ পোস্ট করেছেন।

ছবিগুলো দেখে নেটিজেনরা তীর্যক মন্তব্য করেছেন। অনেকেই লিখেছেন, এখন বোধহয় জাপানের মতো পুশম্যান প্রয়োজন হবে।

আবার অনেকের মতে, অফিস টাইমে পরিবর্তন আনা উচিত।

অনেকে দাবি করেছেন, যে হারে চাহিদা বাড়ছে তাতে ১০ মিনিট নয়, অন্তত ৩ মিনিট পরপর স্টেশনে মেট্রো ট্রেন আসা উচিত।

আবার নেটিজেনদের একটি পক্ষ ক্ষোভ ঝেড়ে মন্তব্য করেন, মেট্রোর ভালো দিন বোধহয় শেষ হয়ে গেল।

অন্যদিকে যাত্রীর চাপের কারণে ট্রেনে চড়তে না পেরে দুঃখ প্রকাশ করতেও দেখা গেছে অনেককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here