আম্পায়ারকে মিথ্যুক বলছেন ম্যাথুস

0
66

গতকাল দুই ইনিংসের মাঝের বিরতিতেই টাইমড আউট নিয়ে আম্পায়ারদের ব্যাখ্যা জানিয়েছেন চতুর্থ আম্পায়ার এড্রিয়ান হোল্ডস্টক। কিন্তু সে ব্যাখ্যার জবাবে অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছেন, আম্পায়াররা মিথ্যা বলছেন। গতকাল শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারে মাঠে নেমেও কোনো বল না খেলে ফিরতে হয় ম্যাথুসকে। হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় সময়মতো ব্যাট করার জন্য প্রস্তুত হতে পারেননি ম্যাথুস। আর এ কারণে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক টাইমড আউট হয়ে যান।

এ ব্যাপারে ইয়ান বিশপের সঙ্গে সাক্ষাৎকারে হোল্ডস্টক প্রথমে টাইমড আউটের নিয়ম ব্যাখ্যা করেছেন। এরপর বলেছেন, আমাদের নিয়ম আছে, যখন কেউ আউট হলে টিভি আম্পায়ার এই দুই মিনিট হিসেব করেন। এরপর সেটা মাঠের আম্পায়ারকে জানান। আজ বিকেলের ঘটনায় দেখা গেছে দুই মিনিটের মধ্যে প্রস্তুত হতে পারেননি ব্যাটসম্যান, স্ট্র্যাপের(হেলমেটের) ঘটনার আগেই দুই মিনিট পেরিয়ে গেছে।

এদিকে ইয়ান বিশপ আবার নিশ্চিত হতে চাইলেন হোল্ডস্টক ঠিক বলছেন কি না, ‘হ্যাঁ, এটাই ঠিক। পরবর্তী বলের আগে দুই মিনিট পেরিয়ে গেছে। আইন অনুযায়ী ফিল্ডিং দলের অধিনায়ক মাঠের আম্পায়ার ইরাসমাসের কাছে বলেন তিনি টাইমড আউটের আপিল করতে চান। স্ট্র্যাপ খুলে যাওয়ার পরই, অধিনায়ক আপিল করেন।

এরপর আইনটা আরেকটু পরিস্কার করে ব্যাখ্যা করেন হোল্ডস্টক, একজন ব্যাটসম্যান হিসেবে ব্যবহার্য সবকিছু ঠিক আছে কিনা, এটা নিশ্চিত করতে হবে। দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে- গার্ড নেওয়ার জন্য প্রস্তুত হলেই চলবে না। টেকনিকালি, ১৫ সেকেন্ডের মধ্যেই উইকেটে থাকতে হবে যেন বল খেলার আগে সবকিছু ঠিক আছে কিনা, সেটা যেন দেখে নিতে পারেন।

এদিকে ম্যাথুস অবশ্য তা মানতে রাজি নন। টুইটারে কড়া জবাব দিয়েছেন, চতুর্থ আম্পায়ার ভুল করছেন! ভিডিও প্রমাণে দেখাচ্ছে হেলমেটে সমস্যা হওয়ার আগেও ৫ সেকেন্ড সময় ছিল! চতুর্থ আম্পায়ার কি পরিষ্কার ব্যাখ্যা দেবেন? আমি তো হেলমেট ছাড়া বল খেলতে পারি না। একটু পর দুটি স্ক্রিনশট দিয়ে নিজের পক্ষে আবার যুক্তি দিয়েছেন ম্যাথুস, এই যে প্রমাণ! ক্যাচ নেওয়ার পর থেকে হেলমেটের স্ট্র্যাপ খুলে আসার মধ্যকার সময়ের ব্যবধান

এর পরে সংবাদ সম্মেলনেও আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন ম্যাথুস, আমার ধারণা, ওই সময়ে আম্পায়ারদের আরও বড় ভূমিকা রাখা উচিত ছিল, কারণ তারা অন্তত চেক করে দেখতে পারতেন। আমরা খেলোয়াড়ের নিরাপত্তার ব্যাপারে কথা বলছি। একজন উইকেটকিপারকে তো হেলমেট ছাড়া কিপিং করতে দেওয়া হয় না। তাহলে হেলমেট ছাড়া গার্ড নেব কীভাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here