কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় জিসান (১৪)নামে এক কিশোর নিহত হয়েছে।
রবিবার( ১২ মার্চ)সকাল পৌনে এগারোটায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত জিসানের মামা সোহাগ বসুন্ধরা নিউজ কে বলেন বলেন, ভোলা থেকে আমার ছোট ভাইয়ের বিয়ের দাওয়াতে বাড়ি থেকে অনেকেই গাজীপুরে এসেছিল। বিয়ের অনুষ্ঠান শেষে আজ সকালে ভোলার উদ্দেশে গাজীপুর থেকে তারা রওনা করে। উদ্দেশ্য ছিল সদরঘাট যে লঞ্চে করে ভোলা যাবে। কুড়িল বিশ্বরোডে আসলে প্রস্রাব করতে নামে গাড়ি থেকে জিসান।পরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আমার ভাগিনা গুরুতর আহত হয়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক আমার ভাগিনাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, জিসানের বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন থানা এলাকায়। যে ওই এলাকার বাবুল মিয়ার ছেলে ছিল।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বসুন্ধরা নিউজকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
এসএএ/