হঠাৎ ঢাকা ছাড়লেন পিটার হাস

0
70

মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের মাঝেই ঢাকা ছেড়েছেন রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল রবিবার দুপুর ২টা ২০ মিনিটে ঢাকা ছাড়েন তিনি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ছুটি কাটাতে ঢাকা ছেড়েছেন পিটার ডি হাস। আগে থেকেই ছুটি নেওয়া ছিল মার্কিন রাষ্ট্রদূতের। সেই ছুটি কাটাতেই ঢাকা ছেড়েছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে, গত শনিবার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার; ইউএসএআইডির সহকারী প্রশাসক ও ব্যুরো ফর এশিয়ার কর্মকর্তা মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ঢাকায় আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here