মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে বাসায় ঢুকে মারপিট-লুটপাট

0
23

গোপালগঞ্জের মুকসুদপুর থানার সালিনা বকসা গ্রামে পূর্ব শত্রুতার জেরে আরিফুর রহমান রাতুল(১৯) নামে এক শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ উঠেছে।

রবিবার(৬ এপ্রিল)দুপুরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।হামলাকারীরা হলেন- মো: জনি খান (৪১),মো: সিরাজ খান (৪৩) (৩) মো: রনি খান (২৬)।

আহতের বড় ভাই শফিকুল ইসলাম লস্কর জানান,আমাদের সাথে পারিবারিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে গত পরশুদিন আমাদের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর এবং লুটপাট চালায় এবং আমার ছোট ভাই আরিফুর রহমান রাতুলকে বেধড়ক মারপিট করে। আমার ছোট ভাই আরিফুর রহমান রাতুল গতবছর ঢাকা কমার্স কলেজ থেকে এইচ এস সি পাস করেছে। পরে আহত অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তার মাথায় ও বুকে এলপাথারি মারপিটের কারণে সে গুরুতর আহত হয়।

তিনি আরো জানান,এই ঘটনায় আমি বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করলেও হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।

ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। বর্তমানে ঢাকা মেডিকেলে সে চিকিৎসাধীন রয়েছে।ঘটনার বিষয়টি থানা পুলিশ অবগত আছে বলে জানান তিনি।

এসসি//

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here