নব্বইয়ের দশকে কংগ্রেস নেতা অবধেশ রাইকে খুনের দায়ে ভারতের উত্তর প্রদেশের ‘গ্যাংস্টার’ হিসেবে পরিচিত রাজনীতিক মুখতার আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বারানসির আদালত। গতকাল সোমবার দুপুরে আনসারির বিরুদ্ধে আজীবন কারাবাসের সাজা শোনান বারানসির সাংসদ-বিধায়ক আদালতের বিশেষ বিচারক অবনীশ গৌতম। খুনের দীর্ঘ তিন দশক পর আনসারির বিরুদ্ধে এই রায়কে স্বাগত জানিয়েছেন নিহতের বড় ভাই কংগ্রেস নেতা অজয় রাই। অভিযোগ ছিল, ১৯৯১ সালের ৩ আগস্ট বারানসির লাহুরাবীর এলাকায় অজয়ের বাড়ির সামনে অবধেশকে গুলি করেন মুখতার আনসারি এবং তাঁর সঙ্গীরা।