ভারতের আসাম ও অরুণাচল রাজ্যের সীমান্তের ধেমাজি এলাকায় সংঘর্ষে দুজন নিহত ও দুইজন নিখোঁজ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ভারতের আসাম ও অরুণাচল রাজ্যের স্থানীয়রা সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন। এ সময় দুপক্ষের সংঘর্ষ শুরু হলে দুজন নিহত হন। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
আসামের ধেমাজি জেলা এবং অরুণাচল প্রদেশের লোয়ার সিয়াং জেলার সীমান্তে বিতর্কিত পানবাড়ি-তোরাজান এলাকায় গুলির ঘটনা ঘটলে বগা চুটিয়া এবং মনিতু গগৈ নামে দুইজন মারা যান এবং অন্য দুইজন পুস্পা গগৈ এবং আকনি গোহাইন আহত হন। তারা ধেমাজি জেলার বরবিলা চুটিয়াকারি ও মিলনপুর গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে ঘটনার পরপরই উভয় জেলার জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ধেমাজি এলাকায় স্থানীয়রা দাবি করছে, এর পেছনে
কারণ অরুণাচলের সঙ্গে একটা অতীতের দ্বন্দ্ব রয়েছে।
পুলিশ সুপার রঞ্জন ভুঁইয়া জানিয়েছেন বলেছেন, ‘এ অঞ্চলের সংরক্ষিত বনে একটি বিতর্কিত অংশ রয়েছে, যা উভয় রাজ্যই তাদের বলে দাবি করেছে। আসামের কাছাকাছি গ্রামের কিছু মানুষ আজ সকালে সেখানে গাছ লাগাতে গিয়েছিল। এরপর অরুণাচলের কিছু লোকের সঙ্গে সংঘর্ষ বাধে।
যা বাড়তে থাকে এবং এক পর্যায়ে তাদের গুলি করা হয়। একটি পক্ষ থেকে প্রায় ২০ জন মানুষ গুলি চালিয়েছিল। আমরা সেই ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল।’
লোয়ার সিং জেলার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, এলাকায় অমীমাংসিত জমি নিয়ে বিবাদের কারণে, অগ্নিসংযোগ খুবই সাধারণ ঘটনা সেখানে।