তেজগাঁওয়ে ধাওয়া করে ৩ ছিনতাইকারী ধরলো পুলিশ সার্জেন্টরা,১ লাখ টাকা উদ্ধার

0
15

রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা ক্রসিংয়ে তিন ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলল ডিউটিরত পুলিশ সার্জেন্টরা। এ সময় ছিনতাই হওয়া ১ লাখ টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়।

শুক্রবার(১৪ মার্চ) সকাল পৌনে বারোটার দিকে এই ঘটনা ঘটে।আটককৃত ছিনতাইকারীরা হলো-ওয়াসিম,সুমন ও সাগর।’

টক ছিনতাইকারী ওয়াসিম সুমন ও সাগর।

ছিনতাইকারী ধরে ফেলা পুলিশ সার্জেন্ট সোহরাব বলেন,শুক্রবার সকালে আমি সার্জেন্ট বুলবুল এবং এএসআই ফারুক ডিউটি করছিলাম। এ সময় শাহাবুদ্দিন নামে এক ভুক্তভোগী ছিনতাই কারী বলে চিৎকার করছিল।পরে আমি সার্জেন্ট বুলবুল এবং এএসআই তিনজন ধাওয়া করে ছিনতাইকারী ওয়াসিম সুমন ও সাগরকে আটক করি।পরে ভুক্তভোগী শাহাবুদ্দিনের দেওয়া তথ্য মতে ওয়াসিমের কোমর থেকে ছিনতাই হওয়া এক লক্ষ টাকার একটি বান্ডিল উদ্ধার করি।পরে ভুক্তভোগী শাহাবুদ্দিনকে ওই এক লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ভুক্তভোগী শাহাবুদ্দিন জানায় মসজিদের দেওয়া অনুদানের ১ লক্ষ টাকা তার পকেট থেকে নিয়ে দৌড় দেয় ছিনতাইকারীরা। আমরা তিন ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করি।’

ভুক্তভোগী শাহাবুদ্দিন জানায়,আমি বাস থেকে নামার সময় পকেট থেকে এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা।পরে আমি বুঝতে পেরে চিৎকার শুরু করলে পুলিশের সার্জেন্টরা দৌড়ে তিন ছিনতাইকারীকে ধরে ফেলে।এ সময়ে মসজিদের দেয়া অনুদানের ১ লক্ষ টাকা ওয়াসিমের কোমর থেকে উদ্ধার করা হয়।’

বিএন//এসএএ//

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here